বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বশেমুরবিপ্রবি শিক্ষার্থী ‘ধর্ষণের’ প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

  •    
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:১৫

শামসুন্নাহার হল সংসদের সাবেক সহসভাপতি তাসনিম আফরোজ ইমি বলেন, ‘আমরা সব সময় দেখি ঘটনা যেমনই হোক, আন্দোলনে নামলে ছাত্রছাত্রীদের ওপর হামলা হয়। এ ধরনের ঘটনা আমরা জাহাঙ্গীরনগরে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, এখন গোপালগঞ্জেও দেখছি।’

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ ও আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশ রোববার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অরনিমা তাহসিন বলেন, ‘সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয়জন গ্রেপ্তার হয়েছে সেটি আমরা জানি। তার পরও এ ঘটনার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি। গ্রেপ্তার হলেই ধর্ষণ কমে যায় না, বিচারহীনতার সংস্কৃতিও পরিবর্তন হয় না। আমরা এই বিচারহীনতার সংস্কৃতির শেষ দেখতে চাই।’

গত ২৩ ফেব্রুয়ারি রাতে বশেমুরবিপ্রবির এক ছাত্রী গোপালগঞ্জের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। থানায় অভিযোগ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একপর্যায়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা হয়। এতে অন্তত ৫০ জন আহত হন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। সহপাঠীকে ধর্ষণ ও এই হামলার প্রতিবাদে টানা চার দিন ধরে ক্যাম্পাসে আন্দোলন চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক সহসভাপতি তাসনিম আফরোজ ইমি বলেন, ‘আমরা সব সময় দেখি ঘটনা যেমনই হোক, আন্দোলনে নামলে ছাত্রছাত্রীদের ওপর হামলা হয়। এই ধরনের ঘটনা আমরা জাহাঙ্গীরনগরে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, এখন গোপালগঞ্জেও দেখছি।

‘অহিংস শান্তিপূর্ণ দাবি জানানোর সময় এভাবে হামলা হওয়া কখনও কাম্য নয়। এই হামলা করার সংস্কৃতি যাতে বন্ধ হয় তার দাবিতে আজকের আমাদের এই মানববন্ধন।’

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রামিম খান বলেন, ‘ধর্ষণ একটা জঘন্য অপরাধ। আমরা ধর্ষণের পরে দাঁড়াই। অথচ ধর্ষণ যাতে না হয় তার জন্য আগে থেকেই আমাদের দাঁড়ানো প্রয়োজন।’

তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা একজন নাগরিকের অধিকার। তাদের ওপর হামলা করা মানে অন্যায়ের পৃষ্ঠপোষকতা করা।

মানববন্ধনে শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এ বিভাগের আরো খবর