বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইতালিতে পোশাক রপ্তানিতে সময় বাঁচল ১৩ দিন

  •    
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:৪৫

জাহাজটির বাংলাদেশ প্রতিনিধি রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ বলেন, ‘কলম্বো বন্দর, আরব সাগর, ভারত মহাসাগর, গালফ অব এডেন, লোহিত সাগর, সুয়েজ খাল ও ভূমধ্যসাগর হয়ে জাহাজটি রেভেনা বন্দরে পৌঁছে।’

রপ্তানিপণ্য নিয়ে চট্টগ্রাম-ইউরোপ রুটে যাত্রা করা প্রথম জাহাজ ‘এমভি সোঙ্গা চিতা’ ইতালির রেভেনা বন্দরে ভিড়েছে। এ যাত্রায় সময় লেগেছে মোট ১৭ দিন।

যাত্রাপথে ৩৬ ঘণ্টা সুয়েজ খালে ও ১২ ঘণ্টা শ্রীলঙ্কার কলম্বো বন্দরে অপেক্ষার পর বাংলাদেশ সময় রোববার ভোরে ইতালির রেভেনা বন্দরে পৌঁছায়।

রোববার বিকেলে জাহাজটির বাংলাদেশ প্রতিনিধি রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ নিউজবাংলাকে বলেন, ‘কলম্বো বন্দর, আরব সাগর, ভারত মহাসাগর, গালফ অব এডেন, লোহিত সাগর, সুয়েজ খাল ও ভূমধ্যসাগর হয়ে জাহাজটি রেভেনা বন্দরে পৌঁছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো জাহাজে করে বাংলাদেশ থেকে রপ্তানিপণ্য ইউরোপে পৌঁছাল।’

গত ৭ ফেব্রুয়ারি ৯৫৩ একক কনটেইনার নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে ইতালির রেভেনা বন্দরের উদ্দেশে যাত্রা করে। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটির সবগুলো কনটেইনারে শতভাগ তৈরি পোশাক ছিল।

ইতালিসহ ইউরোপের কয়েকজন ক্রেতার আগ্রহেই ইতালির ফ্রেইট ফরোয়ার্ডার প্রতিষ্ঠান আরআইএফ লাইন এবং সহযোগী প্রতিষ্ঠান ক্যালিপসো কোম্পানিয়া ডি নেভিগেশন চট্টগ্রাম-ইতালি সরসারি জাহাজ চলাচলের এই সেবা চালু করছে।

বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজার ইউরোপ। সেখানের ক্রেতাদের কাছে এতদিন ট্রান্সশিপমেন্ট হয়ে পণ্য পৌঁছাতে সময় লাগত ৩০ দিনের মতো। এতে ক্রেতাদের খরচ ও সময় দুটোই বেশি লাগত। ফলে অন্য দেশের পোশাক রপ্তানিকারকদের থেকে পিছিয়ে পড়তে হতো।

এ বিভাগের আরো খবর