বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কমিশনারদের বরণে প্রস্তুত ইসি

  •    
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ১৬:৫৫

‘আমাদের প্রস্তুতি হলো ওনারা আগামীকাল (সোমবার) সকাল ১০টার মধ্যে অফিসে আসবেন। বেলা ১১টায় ইসির কনফারেন্স রুমে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। দুপুর সাড়ে ১২টায় সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং। এরপর বিকেল ৪টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন।’

নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের বরণ করতে জমকালো কোনো আয়োজন থাকছে না নির্বাচন কমিশনে। কেবল ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি কমিশনের কর্মকর্তাদের সঙ্গে হবে মতবিনিময়।

গত ১৪ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ার ১৩ তিন পর কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন শপথ নিয়েছে রোববার। এই কমিশনই আগামী জাতীয় নির্বাচনের আয়োজন করবে।

সিইসি সঙ্গী হিসেবে পেয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমানকে।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে শপথ নেয়ার পরদিন সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে দায়িত্ব গ্রহণ করবে নতুন কমিশন।

তাদের বরণ করতে কমিশনের কী আয়োজন থাকছে- এমন প্রশ্নে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নিউজবাংলাকে বলেন, ‘আমাদের প্রস্তুতি হলো ওনারা আগামীকাল (সোমবার) সকাল ১০টার মধ্যে অফিসে আসবেন। বেলা ১১টায় ইসির কনফারেন্স রুমে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। দুপুর সাড়ে ১২টায় সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং। এরপর বিকেল ৪টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন।’

বিশেষ কোনা ব্যবস্থা আছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিশেষ কোনো ব্যবস্থা নেই। তারা নরমালি (স্বাভাবিকভাবেই) যেভাবে আসবেন, আমরা তাকে রিসিভ করব। রিসিভ করে রুমে নিয়ে আসব। কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন থাকবে না। আমরা সবাই ফুলের তোড়া দিয়ে রিসিভ করব।’

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজু নিউজবাংলাকে বলেন, ‘ওনারা সকালে কমিশনে আসবেন। তারপর কর্মকর্তাদের সঙ্গে কনফারেন্স রুমে বসবেন, পরিচিত হবেন সবার সঙ্গে। এরপর সাংবাদিকদের সঙ্গে মিট দ্য প্রেসে মিলিত হবেন।’

এ বিভাগের আরো খবর