সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর দাবিতে কলকাতায় শান্তি মিছিল করেছে তৃণমূলের মহিলা সংগঠন।
কলকাতার হাজরা মোড় থেকে মেয়ো রোড পর্যন্ত শনিবার এই মিছিল করা হয়।
মিছিলের নেতৃত্বে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, কাকলি ঘোষ দস্তিদার। অনেক নারী তৃণমূল কর্মী মিছিলে অংশ নেন।
তৃণমূলের এই মিছিলকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘এসব করে কোনো লাভ হবে না। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে আগেই কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী।’
এর পাল্টা প্রতিক্রিয়া দিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘অবান্তর কথা। এর উত্তর দেয়ার কোনো মানে হয় না। বিজেপি কী বলল তাতে কিছু এসে যায় না। তারা মানুষের বিপদে-আপদে থাকে না। সব সময় তৃণমূল কর্মীরাই থাকেন।’
অন্যদিকে শিক্ষার্থীদের দেশে ফেরাতে সব রকম সাহায্যের আশ্বাস দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সন্ধ্যায় একটি টুইট করেন।
টুইট বার্তায় তিনি বলেন, ‘আর কিছুক্ষণের মধ্যেই কিছু শিক্ষার্থী ইউক্রেন থেকে দিল্লি ও মুম্বাইতে পৌঁছবেন। আমার সরকার শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে, তার ব্যবস্থা করা হয়েছে। তাদের বিনা মূল্যে বিমানের টিকিটও দেয়া হয়েছে। বিমানবন্দর থেকে তাদের বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এই কাজের সমন্বয় করতে বিমানবন্দরে একটি বিশেষ দল রাখা হয়েছে।’
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকাদের জন্য এরই মধ্যে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই কন্ট্রোল রুম খোলা থাকছে। ইউক্রেনে আটকে থাকা ১৯৯ জন শিক্ষার্থী দেশে ফেরার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ করেছে। সবার নামসহ বিস্তারিত তথ্য ভারতের বিদেশ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।