করোনা মহামারী নিয়ন্ত্রণে দেশে চলমান গণটিকাদান কাজে সহযোগিতা করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পাঁচ হাজার স্বেচ্ছাসেবক। একই সঙ্গে সোসাইটি তাদের নিজস্ব টিকাদান কর্মসূচি অব্যাহত রেখেছে।
শনিবার রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে এ তথ্য জানায়।
সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহ্হাব বলেন, ‘দেশে করোনা মোকাবিলায় শুরু থেকে সরকারের সহযোগী হিসেবে আমরা কাজ করছি। এ ধরনের কর্মসূচিতে সোসাইটির প্রত্যক্ষ সহযোগিতা অব্যাহত থাকবে।’
দেশের ৭০ ভাগ মানুষকে টিকার আওতায় নিতে চলছে গণটিকাদান কর্মসূচি। এর সফল বাস্তবায়নে বিভিন্ন টিকাকেন্দ্রে প্রত্যক্ষভাবে কাজ করছেন রেড ক্রিসেন্ট সোসাইটির পাঁচ হাজার স্বেচ্ছাসেবক ও ২০০ ভ্যাক্সিনেটর।
গণটিকাদানের পাশাপাশি শনিবার রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় ক্ষুদ্র ব্যবসায়ী ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনার প্রথম ডোজ টিকা দেয়ার কর্মসূচি অব্যাহত ছিল। এদিন রাজধানীর পুরান ঢাকা ও চট্টগ্রামে সাড়ে ছয় হাজারেরও বেশি ক্ষুদ্র ব্যবসায়ীকে দেয়া হয় টিকা।
কোকা-কোলা ফাউন্ডেশনের সহযোগিতায় টিকাদান কার্যক্রমে বাংলাদেশ রেড ক্রিসেন্টের সঙ্গে আছে ইউএসএইড, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি), ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি), সুইস রেড ক্রস, সুইডিশ রেড ক্রস ও ড্যানিশ রেড ক্রস।