বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুলিশ ধরে নিচ্ছে টিকাকেন্দ্রে

  •    
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:৪৩

জেলা শহরের ব্যবসায়ী রহিম খান বলেন, ‘বিভিন্ন কারণে করোনা টিকা নেয়া হয়নি। পরে সকালে পুলিশের একটি টিম এসে আমাদের জিজ্ঞেস করে টিকা নিয়েছি কি না? আমি না বললে আমাকে গাড়িতে উঠিয়ে টিকাকেন্দ্র নিয়ে যায়। পরে আমি টিকা নিয়ে ফিরেছি।’

যারা এখনও করোনাভাইরাসের টিকা নেননি, তাদের ধরে কেন্দ্র নিয়ে যাচ্ছে ফরিদপুর জেলা পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার নিউজবাংলাকে বলেন, ‘টিকা নেয়া থেকে কেউ যাতে বাদ না পড়েন, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন মার্কেট ও জনবহুল এলাকায় অভিযান চালাচ্ছি। যারা এখনও টিকা নেননি, তাদের পুলিশের গাড়িতে করে কেন্দ্রে নিয়ে টিকা দেয়া নিশ্চিত করা হচ্ছে।’

করোনাভাইরাস থেকে মানুষের সুরক্ষা নিশ্চিতে সারা দেশে গণটিকা কর্মসূচির আওতায় শনিবার সকাল ৯টা থেকে ফরিদপুরে স্থায়ী-অস্থায়ীসহ মোট ২৫৫টি কেন্দ্র থেকে টিকাদান কর্মসূচি চলছে।

গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে শনিবার ৭৬ হাজার ৫০০ ডোজ টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন সিদ্দিকুর রহমান। এ কার্যক্রম তদারক করছেন জেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ এবং রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক দল।

সরেজমিন দেখা যায়, পর্যাপ্ত লোকবলের অভাবে টিকাদান কর্মসূচি ধীরগতিতে চলছে। প্রতি কেন্দ্রেই রয়েছে ছাত্র, শিক্ষকসহ নানা পেশার মানুষের উপচে পড়া ভিড়।

দেখা যায়, ফরিদপুরের বিভিন্ন মার্কেট এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। এ সময় মার্কেটের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে জিজ্ঞেস করা হচ্ছে তারা করোনা টিকা নিয়েছে কি না? কেউ করোনা টিকা না নিলে; এ ছাড়া টিকার কার্ড দেখাতে ব্যর্থ হলে তাকে ধরে নিয়ে ফরিদপুরের জেনারেল হাসপাতাল টিকাকেন্দ্র এনে টিকা দেয়া নিশ্চিত করা হচ্ছে।

এ ব্যাপারে জেলা শহরের ব্যবসায়ী রহিম খান বলেন, ‘বিভিন্ন কারণে করোনা টিকা নেয়া হয়নি। পরে সকালে পুলিশের একটি টিম এসে আমাদের জিজ্ঞেস করে টিকা নিয়েছি কি না? আমি না বললে আমাকে গাড়িতে উঠিয়ে টিকাকেন্দ্র নিয়ে যায়। পরে আমি টিকা নিয়ে ফিরেছি।’

সিভিল সার্জন সিদ্দিকুর রহমান বলেন, ‘যতক্ষণ টিকা কেন্দ্রে লোক থাকবে ততক্ষণ টিকা দেয়া হবে।’

এ বিভাগের আরো খবর