বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউপি নির্বাচনে ঘুষ নেয়ার অভিযোগে নির্বাচন কর্মকর্তা বরখাস্ত

  •    
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ০৯:০২

জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ৩০ ডিসেম্বর চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আহসানুল হক মামুন ও একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুর রউফ প্রধান নির্বাচন কমিশনারের কাছে নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে ঘুষ নেয়ার লিখিত অভিযোগ করেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ঘুষ নেয়ার অভিযোগে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার স্বাক্ষরিত চিঠিতে বৃহস্পতিবার এই আদেশ দেয়া হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ নভেম্বর ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন আহসানুল হক মামুন ও একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন আব্দুর রউফ।

৩০ ডিসেম্বর তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে ঘুষ নেয়ার লিখিত অভিযোগ করেন।

নৌকা প্রতীকের অভিযোগকারী চেয়ারম্যান মামুন নিউজবাংলাকে বলেন, ‘অনেক অফিসার দেখেছি, তার মতো এত লোভী অফিসার পাইনি। এই নির্বাচন কর্মকর্তা চরভদ্রাসন উপজেলার নির্বাচনগুলোতে ১৮০ জন প্রার্থীর কাছ থেকে নানাভাবে ভয় দেখিয়ে টাকা নিয়েছে।’

অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি করে নির্বাচন কমিশন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানান হাবিবুর।

বরখাস্তের আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী সাইফুলকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তের বিষয়ে সাইফুল জানান, তিনি এখনও আদেশ হাতে পাননি।

এ বিভাগের আরো খবর