বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাসপাতালে ভর্তি বৃদ্ধকে রাস্তায় ফেলে রাখার অভিযোগ

  •    
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ২৩:১০

থানার এসআই সুজন বিশ্বাস জানান, তিনি গিয়ে ওই রোগীকে হাসপাতালে পাঠান। কী ঘটেছে তা খতিয়ে দেখতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশও দেন। রোগীর বাড়িতে খবর পাঠানো হলে জানা যায় তার কেউ নেই। ১৪ বছর ধরে তিনি বাড়িও যান না।

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ রোগীকে ফটকের বাইরে বের করে দেয়ার অভিযোগ উঠেছে আয়ার বিরুদ্ধে। ওই আয়া জানান, রোগীই তাকে বাইরে নিয়ে যেতে বলেন।

শুক্রবার সকালে ওই বৃদ্ধকে হাসপাতালের ফটকের সামনে রেখে যাওয়া হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তাকে স্থানীয়রা রাস্তায় পড়ে থাকতে দেখে ৯৯৯ এ কল করেন। পুলিশ সেখানে গিয়ে হাসপাতালে খবর দিলে নার্স ও আয়ারা ওই রোগীকে আবার ফিরিয়ে নিয়ে যান।

ওই রোগীর নাম মোশারফ হোসেন। তার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়।

তিনি জানান, ঝিনাইদহ থেকে ফরিদপুরে দিনমজুরির কাজে এসেছিলেন। জেলার মধুখালী উপজেলায় ২৫ দিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হন। আশপাশের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে চিকিৎসকরা তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে পাঠায়। তখন থেকে সেখানে তিনি চিকিৎসাধীন।

মোশারফ বলেন, ‘অনেক অনুনয়-বিনয় করলেও হাসপাতালের লোকজন আমাকে ঠিকমতো চিকিৎসা দিত না। আমাকে প্রথম কয়দিন ওষুধ দিলেও গত দু সপ্তাহ ধরে কেউ আমার কাছে আসেও না, ওষুধও দেয় না। আমাকে হাসপাতালের এক কোণে রাখা হয়।

‘ভোর সাড়ে ৬টার দিকে হাসপাতালের আয়া মেঘলা টেস্ট করার কথা বলে ট্রলিতে করে আমাকে নিয়ে এসে হাসপাতালের ফটকের সামনে ফেলে রেখে যায়।’

নাম না প্রকাশ করার শর্তে এক নার্স বলেন, ‘তার (মোশারফের) মূলত কোমড়ে সমস্যা। সে চলাফেরা করতে পারে না। আবার মাথায় আঘাত পাওয়াতে সেখানে সমস্যা হতে পারে। আর সবার সঙ্গে চিল্লাচিল্লি করতো। তার খোঁজে কোনো স্বজন আসেনি এ পর্যন্ত।’

তবে মোশারফকে কেন হাসপাতালের বাইরে রেখে আসা হলো তা জানা নেই বলে দাবি এই নার্সের।

যেই আয়ার বিরুদ্ধে মোশারফ অভিযোগ তুলেছেন, সেই মেঘলা বেগমের সঙ্গে কথা হয় নিউজবাংলার।

মেঘলা জানান, মোশারফ তাকে বলেছেন যে তিনি হাসপাতালে থাকতে চান না; বাইরে যেতে চান। তাই তিনি ওই রোগীকে বাইরে নিয়ে যান।

স্থানীয় ব্যবসায়ী আসলাম শেখ বলেন, ‘সকালে দোকানে এসে দেখি সামনের সড়কে একজন বৃদ্ধ লোক পড়ে রয়েছে। কাছে গিয়ে দেখি কাতরাচ্ছে। পরে তার কাছে গিয়ে বিস্তারিত জানতে পারি। পরে ৯৯৯ এ ফোন করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।’

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস জানান, তিনি গিয়ে ওই রোগীকে হাসপাতালে পাঠান। কী ঘটেছে তা খতিয়ে দেখতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশও দেন।

তিনি আরও জানান, রোগীর বাড়িতে খবর পাঠানো হলে জানা যায় তার কেউ নেই। ১৪ বছর ধরে তিনি বাড়িও যান না।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালের পরিচালক সাইফুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি অফিসিয়াল কাজে মাগুরা আছি। ফিরে গিয়ে খোঁজ নিয়ে দেখব। যে আয়া এই ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর