দিনাজপুর জেলা মহিলা দলের কাউন্সিলে ৩টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে চার জন নারী নেত্রী আহত হয়েছেন দাবি করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছেন কেন্দ্রীয় নেতারা।
দিনাজপুর লোকভবন চত্বরে শুক্রবার দুপুরে জেলা মহিলা দলের কাউন্সিল শুরু হয়।
বিকেল ৪টার দিকে কাউন্সিলে জিনাত আরাকে সভাপতি, শাহিন সুলতানা বিউটিকে সাধারণ সম্পাদক ও হাসিনা বেগমকে সাংগঠনিক সম্পাদক নাম ঘোষণার সঙ্গে সঙ্গে লোকভনের বাইরে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তড়িঘড়ি করে কাউন্সিল শেষ করে দেয়া হয়।
এ সময় ৪ জন মহিলা দলের নেত্রী আহত হয়েছেন। তারা হলেন পৌর মহিলা দলের সহ সভাপতি তসবিয়া খাতুন, ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের সহ সভাপতি ফিরোজা বেগম ও সাংগঠনিক সম্পাদক জাহেদা বেগম এবং কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ময়না বেগম।
সন্ধ্যা ৬টায় দিনাজপুর শহরের মুন্সিপাড়ায় ‘হোটেল লে আবাসিকে’ এক প্রেস ব্রিফিং করে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত দাবি করে কেন্দ্রীয় মহিলা দল।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, ‘আজকে দুঃশাসনের সরকারের আমলে আমরা বসবাস করছি। আমাদের অনুষ্ঠান চলাকালীন সময় কে বা কারা ৩টি ককটেল বিস্ফোরণ করেছে। আওয়ামী যুবলীগের ছেলেরা করল নাকি ছাত্রলীগের ছেলেরা করল, তা আমরা সুষ্ঠু তদন্ত দাবি করছি।
তিনি আরও বলেন, ‘অনুষ্ঠানটি তড়িঘড়ি করে শেষ করতে হয়েছে। আমরা অনুষ্ঠানটি আতঙ্কের মধ্যে শেষ করেছি।’
ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো আইনি ব্যবস্থা নেবেন কি না- এমন প্রশ্নের জবাবে কেন্দ্রীয় দলের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা কোনো মামলা করব না। তবে আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।’
এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, ‘মহিলা দলের কাউন্সিলের সময় বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তা করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তবে আয়োজকদের কেউ এখনও কোনো অভিযোগ করেনি জানিয়ে তিনি বলেন, ‘অভিযোগ করলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।’