বিদেশগামী যাত্রীদের ডলার ভাঙানোর নামে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম জাবেদ হোসেন। তার বয়স ৪০।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাবেদ কখনও যাত্রী, কখনও যাত্রীর স্বজন পরিচয়ে বিমানবন্দর এলাকায় ঘোরাঘুরি করতেন। এ সময় বিদেশগামী যাত্রীদের সঙ্গে সখ্য গড়তেন। পরে যাত্রীর সঙ্গে কথা বলে গন্তব্যস্থল এবং টাকা-পয়সার তথ্য নিতেন।
জিয়াউল হক জানান, যাত্রীর ধরন বুঝে জানাতেন, ডলার সঙ্গে নেয়া যাবে না। রিয়াল কিংবা দিরহাম নিতে হবে। এরপর যাত্রীর টাকা, পাসপোর্ট, মোবাইল নিয়ে সটকে পড়তেন এই প্রতারক।
এপিবিএনের এই কর্মকর্তা বলেন, ‘প্রতারণার শিকার যাত্রীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে ধরার জন্য নজরদারি বাড়ানো হয়। শুক্রবার সকাল ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের কনকোর্স হল এলাকায় বিভিন্ন যাত্রী ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায় অভিযুক্তকে।
‘সেখানে দায়িত্বরত সাদা পোশাকে এপিবিএন সদস্যরা তাকে নজরে রাখেন। প্রতারণার বিষয়টি এপিবিএনের সিভিল টিমের নজরে এলে তাকে গ্রেপ্তার করা হয়।’
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের বরাতে জিয়াউল হক জানান, জাবেদ কৌশলে বিদেশগামী যাত্রী ও তাদের স্বজনদের ফোন নম্বর নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন। কৌশলে বা ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে টাকা আদায় করতেন।
টাকা আত্মসাৎ ও যাত্রী হয়রানির বিরুদ্ধে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে এপিবিএনের এই কর্মকর্তা।