দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৯০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
রাজধানীর কাকরাইল কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রউফ।
তিনি জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ সকাল সোয়া ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটিতে স্বর্ণের চোরাচালান আসতে পারে বলে গোপন তথ্য ছিল গোয়েন্দা কর্মকর্তাদের কাছে। সেই তথ্যে কাস্টমস গোয়েন্দারা ভেতরে তল্লাশি চালান।
এ সময় উড়োজাহাজটির আটটি আসনের নিচে পাইপের ভেতরে লুকানো স্কচটেপে মোড়ানো নয়টি প্যাকেট জব্দ করেন তারা।
কাকরাইল কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক। ছবি: নিউজবাংলাকাস্টমস গোয়েন্দা জানায়, প্যাকেটগুলো খুলে ৯০টি স্বর্ণবার পাওয়া যায়, যার ওজন প্রায় সাড়ে ১০ কেজি। এর আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান আব্দুর রউফ।
তিনি জানান, এ বিষয়ে বিভাগীয় মামলা ও একটি ফৌজদারি মামলা প্রক্রিয়াধীন।