রাজধানীর পল্টনে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টায় মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মহসিন হাবিব মৃধা বলেন, ‘রাজারবাগ ১ নম্বর গেটের পাশ দিয়ে রাস্তা পারাপারের সময় পাথর বহনকারী ট্রাক ওই যুবককে ধাক্কা দেয়। খবর পেয়ে রাজারবাগ ফটকের পাশ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। এই ঘটনায় ট্রাকটি জব্দ করে চালকে আটক করা হয়েছে।’
এসআই আরও বলেন, ‘মৃত যুবকের পরিচয় জানা যায়নি। ধারণা করছি, তিনি ভাসমান ভবঘুরে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’