বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দরিদ্র শিশুদের বিনা মূল্যে হৃদরোগ চিকিৎসা

  •    
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২২ ১২:২১

কনজেনিটাল হার্ট ডেস্ক বাংলাদেশের প্রতিষ্ঠাতা নুরুন নাহার ফাতেমা বলেন, ‘সঠিক চিকিৎসা দেয়া সম্ভব হলে শিশু হৃদরোগ প্রতিরোধযোগ্য। বাইপাস সার্জারি ছাড়াই আনুধিক ডিভাইস দিয়ে শিশুর জন্মগত হার্টের ছিদ্র স্থায়ীভাবে বন্ধ, ভাল্বের সমস্যা সমাধান, রক্তনালীর রোগ সারানো সম্ভব।’

গর্ভাবস্থায় অনাগত শিশুর হৃদযন্ত্র গঠনগত বা কার্যগত নানা সমস্যা হয়ে জন্মগত হৃদরোগ হতে পারে। অনেকেই টাকার অভাবে এই রোগের চিকিৎসা করাতে পারেন না।

এমন দরিদ্র জন্মগত শিশু হৃদরোগীদের বিনা মূল্যে এনজিওগ্রামের মাধ্যমে বিনা আপরারশনে হার্টের ছিদ্র বন্ধ, ভাল্বের সমস্যা, রক্তনালীর রোগ সারাতে অত্যাধুনিক চিকিৎসা দেওয়া হবে।

কনজেনিটাল হার্ট ডেস্ক ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল আগামী ৩ ও ৪ মার্চ এই বিশেষ কর্মসূচি নেয়া হয়েছে।

এ কর্মসূচির অধীনে ৩০ জন দরিদ্র শিশু এই চিকিৎসা পাবে। পরে আরও শিশুদের এই সেবার আওতায় আনা হবে।

কনজেনিটাল হার্ট ডেস্ক ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নবজাতক শিশুর হৃদরোগ, হৃৎপিণ্ড এবং রক্তবাহক সম্পর্কিত রোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. নুরুন নাহার ফাতেমা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘সঠিক চিকিৎসা দেয়া সম্ভব হলে শিশু হৃদরোগ প্রতিরোধযোগ্য। ওপেন হার্ট সার্জারি ছাড়াই আধুনিক ডিভাইস দিয়ে শিশুর জন্মগত হার্টের ছিদ্র স্থায়ীভাবে বন্ধ, ভাল্বের সমস্যা সমাধান এবং রক্তনালীর রোগ সারানো সম্ভব।’

তিনি নিউজবাংলাকে বলেন, ‘এই চিকিৎসা অনেক ব্যয়বহুল। এ রোগ নিরাময়ের চিকিৎসা ব্যয় অনেকের পক্ষে বহন করা সম্ভব হয় না। তাই গরিব শিশুদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার এই দুই দিনে ৩০ জন রোগীর চিকিৎসা দেয়া হবে।

‘শুধু তাই নয়, এই শিশুদের সুস্থ করে পড়াশোনা ও চাকরির ব্যবস্থা করে দেয়ার পরিকল্পনা রয়েছে। একজন শিশুর চিকিৎসায় কমপক্ষে ২ লাখ থেকে আড়াই লাখ টাকা খরচ হবে।’

এই কাজের অর্থয়ান করছে কাতার দাতব্য সংস্থার কাতার চ্যারিটি বাংলাদেশ।

সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মো. আমিন নিউজবাংলাকে বলেন, ‘আসলে শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। অর্থ সংকটে চিকিৎসা নিতে পাচ্ছেন না এমন ৩০ রোগীকে দুদিন এই সেবা দেয়া হবে। আমার পরিকল্পনা, ভবিষ্যতে আরও অনেক রোগীকে বিনামূল্য চিকিৎসার আওতায় আনা।’

এ বিভাগের আরো খবর