বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকা নিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের

  •    
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৯:৫৪

প্রত‍্যক্ষদর্শী ও নিহত স্কুলছাত্র শিপনের সহপাঠী আব্দুল্লাহ জানায়, গাংনী পৌরসভা থেকে করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়ে তারা একসঙ্গে ইজিবাইকে চড়ে বাড়ির উদ্দেশে যাচ্ছিল।

করোনার টিকা নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাকিবুল ইসলাম শিপনের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা দেড়টার দিকে গাংনী মালশাদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

১৪ বছর বয়সী শিপন তেঁতুলবাড়িয়া ইউনিয়নের শহড়াতলা গ্রামের রাহাতুল্লাহর ছেলে এবং হাড়াভাঙা এইচএসকে মাধ্যমিক বিদ‍্যালয়ের ছাত্র।

বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান নিউজবাংলাকে শিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত‍্যক্ষদর্শী ও নিহত স্কুলছাত্র শিপনের সহপাঠী আব্দুল্লাহ জানায়, গাংনী পৌরসভা থেকে করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়ে তারা একসঙ্গে ইজিবাইকে চড়ে বাড়ির উদ্দেশে যাচ্ছিল। পথে গাংনী মালশাদহ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি ইজিবাইকের সঙ্গে তাদের ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় শিপন রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা শিপনকে চিকিৎসার জন‍্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, স্কুলছাত্রের নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর