বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  •    
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:৪৮

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী রাস্তার সংস্কারকাজ শুরু হয় গত বছরের আগস্টে। কয়েক দিন চললেও বেশ কয়েক মাস ধরে বন্ধ রয়েছে সংস্কারকাজ। এতে ভাঙাচোরা সড়কটি ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে থাকে। এর ফলে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন এ সড়কের পাশে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে থাকা শিক্ষার্থীরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী আবাসিক হলের সামনে থেকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর পর্যন্ত বন্ধ থাকা সড়কটির সংস্কারকাজ দ্রুত শেষ করার দাবিতে সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সংস্কারকাজ বন্ধ থাকায় সড়কটিতে চলাচল করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি চরমে উঠেছে। এ ভোগান্তি থেকে মুক্তি পেতে বুধবার দুপুরে গাছ ফেলে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের অবরোধে একাত্মতা জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, বিশ্ববিদ্যালেয়র পার্শ্ববর্তী রাস্তার সংস্কারকাজ শুরু হয় গত বছরের আগস্টে। কয়েক দিন চললেও বেশ কয়েক মাস ধরে বন্ধ রয়েছে সংস্কারকাজ। এতে ভাঙাচোরা সড়কটি ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে থাকে। এর ফলে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন এ সড়কের পাশে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে থাকা শিক্ষার্থীরা।

আন্দোলনে যোগ দেয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী ইমাম হোসেন মাসুম বলেন, ‘রাস্তা মেরামত করার নামে পুরো রাস্তাটিকে খুঁড়ে বেহাল করেছে কর্তৃপক্ষ। ধুলাবালির কারণে শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা চাই, এর একটা সমাধান হোক।’

আইন বিভাগের ছাত্র মোহন বলেন, ‘ধুলাবালির কারণে বিশ্ববিদ্যালয়ের হলে ও ক্লাসে অবস্থান করা কষ্টকর। বেশ কিছুদিন ধরে ক্লাস করতে খুব কষ্ট হচ্ছে।’

ঘটনাস্থল থেকে সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ী পুলিশ ফাঁড়ির পরিদর্শক রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ‘বিষয়টি নিয়ে ইউএনও মহোদয়কে জানাব।

বিষয়টি নিয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ বলেন, ‘আমি ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডির সঙ্গে কথা বলেছি। আশা করি সমস্যাটি সমাধানে সংশ্লিষ্টরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’

এ বিষয়ে প্রক্টর কাজী মো. কামাল উদ্দীন বলেন, ‘সড়কটি বিশ্ববিদ্যালয়ের বাইরে। তবুও উপাচার্য স্যারের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করব।’

এ বিভাগের আরো খবর