ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম নিউজবাংলাকে জানান, ভবনটিতে জুতার কারখানা আছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সাভারের আশুলিয়ায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভাতে সেখানে কাজ করছে।
আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে রূপায়ণ মার্ট নামের ভবনের পাশের টিনশেডের ঘরে আগুন লেগেছে বলে বুধবার বিকেল ৫টা ১৬ মিনিটে খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম নিউজবাংলাকে জানান, ভবনটিতে জুতার কারখানা আছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেটির নাম ইউনি ওয়ার্ল্ড।