বরিশালের আড়িয়াল খাঁ নদে গভীর রাতে ডুবে গেছে যাত্রীবাহী ট্রলার। এ ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
চরমোনাই ইউনিয়নের নলচর এলাকার আড়িয়াল খা নদে বুধবার রাতে এই দুর্ঘটনা হয়।
বরিশাল নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম এ তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুইজন যাত্রী নিখোঁজ আছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।
ট্রলারের জীবিত যাত্রীরা জানিয়েছেন, লঞ্চের ধাক্কায় সেটি ডুবেছে।
নৌ সদর থানার ওসি হাসনাত জামান বলেন, ‘সিরাজগঞ্জ থেকে ট্রলারে করে চরমোনাইয়ে মাহফিলে যোগ দিতে আসছিলেন মুসল্লিদের একটি দল। চরমোনাইয়ের কাছাকাছি পৌঁছালে ট্রলারটি ডুবে যায়। কতজন যাত্রী নিয়ে ডুবেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। তিনজনের লাশ উদ্ধার হয়েছে। নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’
স্থানীয় বুলবুল আকন জানান, ট্রলারটিতে অন্তত ৩০ যাত্রী ছিল। কেউ সাঁতরে তীরে উঠেছেন কি না তা তিনি নিশ্চিত নন।
নৌ ফায়ার সার্ভিস কর্মকর্তা খোরশেদ আলম বলেন, ‘রাতে ১ টার দিকে ট্রলারটি ডুবে যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। চারজনের নিখোঁজের খবর ছিল আমাদের কাছে। ইতোমধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
চরমোনাই বার্ষিক মাহফিলের মিডিয়া সেল প্রধান আব্দুল্লাহ আল মামুন টিটু বলেন, ‘মোট ৪২ জন যাত্রী ছিল ট্রলারটিতে। পাঁচজন বাদে সবাই তীরে উঠতে পেরেছে সাঁতার কেটে। এদের সবার বাড়ি সিরাজগঞ্জে। লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে গেছে শুনেছি।’
সিরাজগঞ্জের কাবান্দিপুরের কাজী ওবায়েদুল্লাহ ছিলেন ওই ট্রলারে। তিনি বলেন, ‘সাড়ে ১২টা থেকে পৌনে ১টার মধ্যে হঠাৎ করেই ট্রলারটিকে একটি লঞ্চ ধাক্কা দেয়। এরপরেই নদীর মাঝখানে একদিকে কাঁত হয়ে যায় ট্রলারটি। ধীরে ধীরে উল্টে যায়। পরে আমরা তীরে সাঁতরে উঠেছি।’