রাজধানীর পল্লবীতে ধারালো অস্ত্রের কোপে মোহাম্মদ জাহিদ নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন দুই যুবক।
গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর মঙ্গলবার রাত ১১টার দিকে জাহিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত জাহিদের বাসা মিরপুর ১১ নম্বর সেকশনের মুসলিম ক্যাম্প রোডে। তার বাবার নাম মোহাম্মদ হানিফ মিয়া।
জাহিদের এক সন্তান রয়েছে। তিনি পল্লবী বাজারে মাছের ব্যবসা করতেন।
এ ঘটনায় আহত দুই যুবক বড় কামরান ও ছোট কামরানকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত যুবকের চাচা মোহাম্মদ আজিম জানান, মঙ্গলবার রাতে মিরপুরে বাংলা স্কুলের সামনে জাহিদ, ছোট কামরান, বড় কামরানসহ কয়েক যুবক আড্ডা দিচ্ছিল। সে সময় ওই এলাকার জসিম, ভামরু, মিঠুন, রাজাসহ ১৫ থেকে ২০ জন ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় যুবকদের ওপর।
কোপে জাহিদসহ তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর চিকিৎসক জাহিদকে মৃত বলে জানান।
তিনি আরও জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের সঙ্গে জাহিদদের শত্রুতা ছিল না। কেন তারা এ ঘটনা ঘটিয়েছে, সেটি পরিষ্কার নয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, জাহিদের মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।