ইউক্রেন ইস্যুতে রাশিয়ার অবস্থান নিয়ে চিন্তিত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, অন্য দেশের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি রাশিয়ার শ্রদ্ধাশীল হওয়া উচিত।
ঢাকায় মঙ্গলবার বিকেলে অনলাইন সংবাদমাধ্যম নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম অফিস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
রাশিয়ার আচরণ ইউক্রেনকে ঝুঁকির মুখে ফেলছে উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে প্রতিক্রিয়ার বিষয়টি খতিয়ে দেখছে ইইউ।
রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের (সিইউবি) আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
নিউজবাংলা কার্যালয় পরিদর্শন শেষে কথা বলেন ইইউ রাষ্ট্রদূত। এ সময় নিউজবাংলার সভাপতিমণ্ডলীর সভাপতি চৌধুরী নাফিজ সরাফাত উপস্থিত ছিলেননিউজবাংলাকে চার্লস হোয়াইটলি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে খুবই চিন্তিত। ২০১৪ সালে ক্রিমিয়ায় একই ধরনের বিষয় দেখেছি আমরা। রাশিয়ার এই আচরণের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক সম্প্রদায় ঐক্যবদ্ধ।’
রাশিয়া আনুষ্ঠানিকভাবে পূর্ব ইউক্রেনের রুশ অধ্যুষিত অঞ্চলের বিচ্ছিন্নতাকামীদের আবেদনকে গুরুত্ব দিয়ে লুহানস্ক ও দোনেৎস্ককে স্বাধীন বলে স্বীকৃতি দিয়েছে। এর কয়েক ঘণ্টার মধ্যেই পূর্ব ইউক্রেনে ‘শান্তি বজায় রাখতে’ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। এ ছাড়া দেশটি ইতোমধ্যে দুই লাখ সেনা দিয়ে কার্যত ইউক্রেনকে ঘিরে ফেলেছে। বেলারুশেও রাশিয়ার সেনা মোতায়েন রয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ পরিস্থিতিতেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেন শান্তি চায় এবং সমস্যার রাজনৈতিক ও কূটনৈতিক নিষ্পত্তি সমর্থন করে।’
একই সঙ্গে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনীয়রা ভীত নয়।
রাশিয়ার এই কর্মকাণ্ডে ইউক্রেন তার আন্তর্জাতিক মিত্রদের থেকে ‘স্পষ্ট ও কার্যকর’ পদক্ষেপ প্রত্যাশা করে।’
চার্লস হোয়াইটলি বলেন, ‘সবাই মিলে অন্য আরেকটি দেশের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার বিষয়টি রাশিয়ার কাছে পরিষ্কার করাটা গুরুত্বপূর্ণ। আমরা সে লক্ষ্যেই ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে একত্রে কাজ করছি।’
রাশিয়ার এমন আচরণ ‘সত্যিকার অর্থেই ঝামেলাপূর্ণ’ বলে মনে করে ঢাকায় ইইউর দূত। তিনি বলেন, ‘এটি জীবন ও রাষ্ট্র হিসেবে ইউক্রেনকে যে ঝুঁকির মুখে ফেলছে তা অত্যন্ত উদ্বেগজনক। ইইউ তার প্রতিক্রিয়ার বিষয়টি খতিয়ে দেখছে।’
নিউজবাংলা কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিচার্লস হোয়াইটলি এর আগে নিউজবাংলা কার্যালয় ঘুরে দেখেন। সংবাদমাধ্যমটির বার্তাকক্ষ, প্রোডাকশন কন্ট্রোল রুম এবং ভার্চুয়াল স্টুডিও দেখেন তিনি। কুশল বিনিময় করেন প্রতিষ্ঠানটির সংবাদকর্মীদের সঙ্গে।
এ সময় তার সঙ্গে ছিলেন নিউজবাংলার সভাপতিমণ্ডলীর সভাপতি চৌধুরী নাফিজ সরাফাত। আরও ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী সম্পাদক হাসান ইমাম রুবেল, ব্যবস্থাপনা সম্পাদক শেখ জাহিদুর রহমান, বার্তা প্রধান সঞ্জয় দে, কনসালট্যান্ট (নিউজ) শিবব্রত বর্মন, প্রধান বার্তা সম্পাদক ওয়াসেক বিল্লাহসহ অন্যরা।
নিউজবাংলা কার্যালয় ঘুরে দেখে চার্লস হোয়াইটলি বলেন, ‘বেশ ভালো লাগছে। বাংলাদেশে আপনারা কীভাবে কাজ করছেন এবং কী করছেন সেটা দেখার সুযোগ হলো।’
কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশও ঘুরে দেখার কথা জানিয়ে তিনি বলেন, ‘সেখানে ছাত্রদের সঙ্গে দেখা হলো। সব মিলিয়ে সবার সঙ্গে দেখা করার একটা চমৎকার সুযোগ ছিল এটি।’