ইট, সিমেন্ট ও রডের পাকা শহীদ মিনার পেল নরসিংদীর প্রত্যন্ত চরদিঘলদী ইউনিয়নবাসী। শহীদ মিনারটি স্থাপন করা হয়েছে চরদিঘলদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।
এবারই প্রথম স্থায়ী শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইউনিয়নের চেয়ারম্যানসহ অনেকে।
চরদিঘলদী ইউনিয়নবাসী দীর্ঘদিনের এই স্বপ্নপূরণে শহীদ মিনার নির্মাণের ব্যয় বহন করেছেন নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র কামরুজ্জামান কামরুল।এ বিষয়ে নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘সম্প্রতি চরদিঘলদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দেলোয়ার হোসেন শাহিন বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। দেলোয়ারের পক্ষে ভোট চাওয়ার সময় এলাকায় শহীদ মিনার নির্মাণের প্রতিশ্রুতি দেন কামরুজ্জামান। তিনি কথা রেখেছেন।’
সোমবার অমর একুশের প্রভাতফেরি শেষে গ্রামের লোকজন নিয়ে নতুন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ইউপি চেয়ারম্যান দেলোয়ার। এ সময় তিনি বলেন, ‘আমরা পাকা স্থায়ী শহীদ মিনার পেয়ে খুবই আনন্দিত।’
আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান বলেন, ‘এবার ইউপি নির্বাচনের সময় লোকজনের বক্তব্য উঠে আসে, ওই ইউনিয়নে শহীদ মিনার নেই। বিষয়টি আমি গুরুত্বের সঙ্গে দেখি। ভাষাশহীদদের শ্রদ্ধা আর বাংলা ভাষার প্রতি ভালোবাসা প্রকাশের সুযোগ পেয়ে আমি ধন্য।’