চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাইকেল চুরির প্রতিবাদ করায় আব্দুল খালেক নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম ও তার দুই ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে।
উপজেলার বড় দুধপাতিলা গ্রামে মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, গ্রামের ৭৫ বছরের আব্দুল খালেক এবং তার ছেলে ২৪ বছরের শরিফুল ইসলাম ও ১২ বছরের সোহেল রানা। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত দুইজনকে আটক করেছে। আটকরা হলেন, একই গ্রামের জামাত আলীর স্ত্রী তুছরা বেগম ও তার ছেলে ২২ বছরের শরিফ হোসেন।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
আহত শরিফুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে তাদের বাড়ি থেকে দুটি বাইসাইকেল চুরি হয়। পরে তারা গোপনে জানতে পারেন, সাইকেল দুটি শরিফ চুরি করেছে। আজ বিকেলে চুরির বিষয় নিয়ে শরিফের সঙ্গে বাগবিতণ্ডা হয় তার বাবা আব্দুল খালেকের। একপর্যায়ে তার বৃদ্ধ বাবাকে বেধড়ক মারধর করে শরিফ ও তার পরিবার।
শরিফুল বলেন, ‘বাবাকে আমি বাঁচাতে গেলে কোদাল দিয়ে আমার মাথায় কোপ দেয় শরিফ। বাবাকে মারধর করতে দেখে আমার ছোট ভাই সোহেল প্রতিবাদ করলে তাকেও বেধড়ক মারধর করে তারা। পরে আমাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় স্থানীয়রা।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক উৎপলা বিশ্বাস জানান, আহত তিনজনের অবস্থা আশঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। তবে, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’