বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকা না নিলে চাকরি থাকবে না দোকান কর্মচারীর

  •    
  • ২২ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:০৯

শফিকুল ইসলাম বলেন, ‘টিকা না নিলে আপনাকে (কর্মচারী) দোকান মালিক কিন্তু চাকরিতে রাখতে পারবে না। মালিক যদি চাকরিতে রাখে তাহলে তারও খবর আছে। টিকা না নিলে দোকান ও কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা টিকা নিতে অনিচ্ছুক, তাদের জন্য এ ব্যবস্থা।’

করোনাভাইরাস প্রতিরোধী টিকা না নিলে দোকানের মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। বলেছেন, টিকা না নিলে কর্মচারীদের চাকরি থাকবে না।

পুরানা পল্টনে পলওয়ে মার্কেটে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ দোকান মালিক সমিতি থেকে টিকা নেয়ায় জনসচেতনতা বাড়াতে ‘টিকা নিন, টিকা নিন’ গান উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, ‘টিকা না নিলে আপনাকে (কর্মচারী) দোকান মালিক কিন্তু চাকরিতে রাখতে পারবে না। মালিক যদি চাকরিতে রাখে তাহলে তারও খবর আছে। টিকা না নিলে দোকান ও কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা টিকা নিতে অনিচ্ছুক, তাদের জন্য এ ব্যবস্থা।’

ডিএমপির কমিশনার বলেন, ‘চীনে করোনাভাইরাসে একজন লোক আক্রান্ত হওয়ার পরিণতি সারা পৃথিবীতে প্রায় এক কোটি লোক মারা গেছে। আমাদের এখনো প্রতিদিন ১ হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত হচ্ছে, কিন্তু মনে করছি আমরা নিরাপদ হয়ে গেছি। টিকা নিলে মৃত্যুঝুঁকি একেবারেই কমে যাচ্ছে।’

তিনি বলেন, ‘ভারতে করোনার টিকা টাকা দিয়ে নিতে হচ্ছে। বিশ্বের অনেক দেশে কিন্তু টাকা দিয়ে টিকা নিতে হচ্ছে। আমাদের দরদী প্রধানমন্ত্রী জানেন, যেসব মানুষ দুই-বেলা খাবার জোগাড় করতে অস্থির হয়ে যান, তারা অর্থ দিয়ে টিকা নিতে পারবেন না। ফলে হাজার হাজার মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা যাবেন। তাই দেশে সম্পূর্ণ বিনামূল্যে দেশে টিকা দেয়া হচ্ছে। এ ছাড়া যারা টিকা নেননি, তাদের খুঁজে খুঁজে টিকা দেয়া হচ্ছে।’

নিজের জীবন নিজের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, নিজের জীবন বাঁচাতে নিজেকেই সচেতন হয়ে টিকা নিতে হবে।

ডিএমপির সদস্যদের মধ্যে সর্বপ্রথম তিনি টিকা নিয়েছেন জানিয়ে কমিশনার বলেন, ‘আমি নেতা হিসেবে যদি টিকা না নেই, তাহলে আমার অধীনে যারা আছেন তারা টিকা নেবেন না। তারা মনে করবেন, নিশ্চয়ই খারাপ কিছু আছে, না হলে কমিশনার কেন নিচ্ছেন না। তাই আমি সবার আগে টিকা নিয়েছি।’

তিনি বলেন, ‘বাড়িতে মা থাকেন। আমি যদি বাহিরে থেকে জীবাণু নিয়ে বাড়িতে যাই, আর এতে যদি আমার মা আক্রান্ত হন, তাহলে আমি হয়তো বেঁচে যেতে পারি যুদ্ধ করে, কিন্তু মাকে তো বাঁচাতে পারব না। কারও জন্য যদি তার মায়ের জীবন বিপন্ন হয়, তাহলে সন্তান হিসেবে এর থেকে কষ্টের ও দুঃখের কী হতে পারে?

‘তখন সারা জীবন আক্ষেপ করেও শেষ করা যাবে না। যাদের বয়স কম তারা হয়তো বেঁচে যেতে পারেন, কিন্তু যাদের বয়স ৬০-৭০ তাদের জন্য বিপদ। গতকালও যার আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের অধিকাংশের বয়স ৬০-৭০ বছর।’

এ সময় ডিএমপি কমিশনার মালিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা মানুষের হাতে নানা রকম পণ্য তুলে দিচ্ছেন। আপনাদের কারণে যদি ক্রেতারা আক্রান্ত হয় তাহলে কি মনে করেন, এর দ্বায়ভার আপনাদের না? অবশ্যই আপনাদেরও দ্বায়ভার রয়েছে। নিজেকে, নিজের পরিবারকেসহ সবাইকে ভালো রাখতে আসেন সবাই মিলে টিকা নিই, করোনা ঝুঁকিমুক্ত একটি দেশ তৈরি করি।’

সবাই টিকা নিলে আর দোকানপাট বন্ধের প্রয়োজন পড়বে না বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের থাকার কথা থাকলেও অসুস্থতার জন্য তিনি আসতে পারেনি।

অনুষ্ঠানে বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ শারীরিক সুস্থতার জন্য জন্য দোয়া চেয়েছেন।

এ বিভাগের আরো খবর