দুই দিনের ব্যবধানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজধানীতে আরও একজন নিহত হয়েছেন। পল্লবীতে সোমবার রাতে ছিনতাইকারীরা এক পোশাকশ্রমিককে ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।
২৬ বছর বয়সী ওই পোশাকশ্রমিকের নাম রায়হান হোসেন।
পল্লবীর লালমাটিয়া ট্রাকস্ট্যান্ডে সোমবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়। চিকিৎসক রাত সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ওই ব্যক্তির কাছে থাকা টাকা-ফোন সবকিছুই নিয়ে যায় ছিনতাইকারীরা। তার আগের দিনও কদমতলী এলাকায় এক রিকশাচালককে ছুরিকাঘাতে গুরুতর জখম করে তার কাছে থাকা টাকা-মোবাইল নিয়ে গেছে ছিনতাইকারীরা।
রায়হান পল্লবী থানার সেকশন ১১ পলাশনগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তার গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর এলাকায়।
নিহতের বাবা রাজু মিয়া বলেন, ‘আমার ছেলে একটি গার্মেন্টসে চাকরি করে। একুশে ফেব্রুয়ারির ছুটি থাকায় সে বাসা থেকে বিকেলে ঘুরতে বেরোয়। রাতে বাসায় ফেরে।
‘রাত ৯টার দিকে আমার আরেক ছেলে অসুস্থ হওয়ায় তার জন্য ওষুধ আনতে যায় রায়হান। পরে পল্লবীর লালমাটিয়া ট্রাকস্ট্যান্ডে গেলে ছিনতাইকারীরা তাকে আক্রমণ করে। তার কাছে থাকা বেতনের টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এরপর মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। এতে ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’
তিনি বলেন, ‘লোকজনের মুখে খবর পেয়ে ট্রাক ইস্টার্নে (স্ট্যান্ডে) ছুটে যাই। গুরুতর আহত অবস্থায় প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই রায়হানকে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্লবী থানায় জানানো হয়েছে।’