দক্ষিণ সুদানের মাটিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের জাতিসংঘ শান্তিরক্ষীদের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস পালন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার সকালে বাংলাদেশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন কোম্পানি (ব্যানসিইসি)-২১ এর মাঠে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান।
পুষ্পস্তবক অর্পণ শেষে সেনাপ্রধান উপস্থিত বিভিন্ন দেশের শান্তিরক্ষীদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান এবং শহীদদের স্মরণে আয়োজিত সাংস্কৃতিক আয়োজন দেখেন।
সেনাবাহিনী প্রধান বলেন, ‘যেখানেই বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে, সেখানেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে।
‘বাংলাদেশি শান্তিরক্ষীরা নানা আয়োজনের মাধ্যমে ভাষার জন্য বাঙালি জাতির আত্মত্যাগের গৌরবোজ্জ্বল ইতিহাস বিশ্বের নানা দেশে পৌঁছে দিচ্ছে।’
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষীদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের এই ঘটনা সেদেশের মাটিতে বাংলা ভাষা ও বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আশা করা যায়।