বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছাত্রলীগ নেতা তাকবীর হত্যায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

  •    
  • ২০ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:০৯

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বলেন, ‘জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবীর ইসলাম খান হত্যা মামলায় মুক্তাদিরের নাম নেই। এই মামলায় গ্রেপ্তার আল-আমিনের দেয়া জবানবন্দিতে তার নাম উঠে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তাদির হত্যার কথা স্বীকার করেছেন।’

বগুড়ায় ছাত্রলীগ নেতা হত্যা মামলায় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শহরের পুরান বগুড়া এলাকার তাসিন ছাত্রাবাস থেকে শনিবার সন্ধ্যার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পারভেজ আল মামুন মুক্তাদিরকে গ্রেপ্তার করে।

২১ বছর বয়সী মুক্তাদিরের বাড়ি শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চাকলমা মুন্সিপাড়া গ্রামে। তিনি বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের রসায়ন বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র।

ডিবি কার্যালয়ে রোববার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

তিনি বলেন, ‘জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবীর ইসলাম খান হত্যা মামলায় মুক্তাদিরের নাম নেই। এই মামলায় গ্রেপ্তার আল-আমিনের দেয়া জবানবন্দিতে তার নাম উঠে আসে। এরপর পুলিশ মুক্তাদিরের খোঁজ করতে থাকে কিন্তু তিনি গা ঢাকা দিয়ে ছিলেন।

‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি থ্রি নট থ্রি কাটা রাইফেল, ম্যাগাজিন ও দুইটি ছুরি উদ্ধার করা হয়েছে।’

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তাদির ছাত্রলীগ নেতা তাকবীরকে হত্যার কথা স্বীকার করেছেন। তার রাজনৈতিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২১ সালের ১১ মার্চ রাতে বগুড়া জেলা ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে শহরের সাতমাথায় তাকবীর ইসলামকে কুপিয়ে জখম করা হয়। শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মার্চ তাকবীরের মৃত্যু হয়।

এ ঘটনায় ১৩ মার্চ তাকবীরের মা আফরোজা ইসলাম সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফসহ সাতজনকে আসামি করে মামলা করেন।

জুন মাসে পুলিশ জাহিদ হাসান, বিধান চন্দ্র মোহন্ত ও মো. নিশাদকে গ্রেপ্তার করে। প্রধান আসামি আব্দুর রউফ আদালতে আত্মসমর্পণ করেন। তারা সবাই কারাগারে।

এ বিভাগের আরো খবর