শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার উপদ্রব নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে সিভিল এভিয়েশনের চেয়ারম্যানকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিয়ন্ত্রণে বিবাদীদের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে সিভিল এভিয়েশনের চেয়ারম্যানকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজিবের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ। আদেশের বিষয়টি তিনি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।