ভাড়া নিয়ে তর্কের জেরে ইরফান নামের একযাত্রীকে ফেলে হত্যার অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন আদালতে জমার তারিখ পিছিয়েছে। নতুন তারিখ ঠিক করা হয়েছে আগামী ২৩ মার্চ।
মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ রোববার ছিল। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল প্রতিবেদনটি দাখিল করতে পারেননি। এ জন্য ঢাকার মহানগর হাকিম তরিকুল ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করে দিয়েছে।
ওয়ারী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই সালোয়ার হোসেন বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
ঘটনার প্রেক্ষাপট
রাজধানীর নবাবপুরের ইলেকট্রনিকসের এক দোকানের কর্মী ইরফান কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে ২০ জানুয়ারি সকালে ডেমরা থেকে গ্রিনবাংলা বাসে ওঠেন। পথে ভাড়া নিয়ে বাসের সহকারীর সঙ্গে তার তর্ক হয়।
একপর্যায়ে ওয়ারীর জয়কালী মন্দির মোড়ে আসার পর চলন্ত বাস থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন ওই বাসের সহকারী। গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে তার মৃত্যু হয়। পরে সেদিনেই তার স্ত্রী ইসমত আরা ওয়ারী থানায় হত্যা মামলা করেন।