ঝালকাঠিতে বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের সুপারভাইজার ও একজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৪ জন।
বরিশাল-খুলনা মহাসড়কে ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংরি এলাকায় শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের ৫৫ বছর বয়সী দুলাল খান ও পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৬৫ বছর বয়সী নূর বানু।
স্থানীয়রা জানান, বরিশাল থেকে পিরোজপুরগামী বাসের সঙ্গে খুলনা থেকে বরিশালের মেহেন্দীগঞ্জগামী ট্রাকের সংঘর্ষ হয়। ট্রাকটিতে পল্লী বিদ্যুতের ১৩ জন শ্রমিক ছিলেন। ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার দুলালের মৃত্যু হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ১৭ জনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সাতজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, বরিশাল মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১১টার দিকে নূর বানুর মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল দুজনে। ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান ওসি পুলক।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বাসযাত্রী মো. আব্দুল্লাহ নিউজবাংলাকে বলেন, ‘অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনি। তারপর দেখি গাড়ি রাস্তার বাইরে পড়ে আছে।’
ট্রাকে থাকা দিনমজুর নুরুল ইসলাম বলেন, ‘খুলনায় বিদ্যুতের লাইনের মাটি খোঁড়া শেষে মালামালসহ মেহেন্দীগঞ্জ যাইতেছিলাম। আমরা প্রায় সবাই তখন ঘুমে। হঠাৎ বাসের সঙ্গে ধাক্কা লাগে। তারপর আর কিছু মনে নাই। চোখ মেলে দেখি আমি হাসপাতালে।’
ঝালকাঠি আন্তজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রনি জানান, বাসের মূল চালক ছুটিতে ছিলেন। অন্য কেউ হামদুলিল্লাহ নামের বাসটি চালাচ্ছিলেন। এ ঘটনায় চালকের কোনো দায় আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।