দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশেও ছড়িয়ে পড়েছে ‘কাঁচা বাদাম’ গান। এর শিল্পী ভুবন বাদ্যকর সবার কাছে পরিচিত।
সম্প্রতি বীরভূমের ভুবন বাদাম বিক্রি না করা ঘোষণা দিয়েছেন। কারণ, এখন থেকে তিনি শুধু গাইবেন।
যেই কথা, সেই কাজ। সম্প্রতি কলকাতার পাঁচতারা হোটেলে পারফর্ম করেছেন ভুবন বাদ্যকর। কালো ঝলমলে ব্লেজারে একদম নতুন অবতারে পাওয়া গেল ‘কাঁচা বাদাম’ শিল্পীকে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বাদাম বিক্রির সময় ভুবন যে গান গাইতেন, আজ তা শোনা যাচ্ছে অস্ট্রেলিয়া থেকে পতুর্গাল কিংবা তানজানিয়া।
ভুবনের এই গানে নাচেননি কলকাতায় এমন টিভি তারকা খুঁজে পাওয়া কঠিন।
আর তাকে কাছে পেয়ে সেই গানে নাচ হবে না, তা কী করে হয়! নীল ভট্টাচার্য, দর্শনা বনিকরা বাদাম কাকুকে কাছে পেতেই নাচলেন সেই গানে।
এই তারকাদের সঙ্গে তাল মিলিয়ে নাচার চেষ্টা করেছের ভুবন বাদ্যকরও। মঞ্চে উঠে নিজের পারফরম্যান্স শুরু করেন বাদাম কাকু।
অকপটে বলেন, ‘আমার জ্ঞান খুব কম, আপানাদের কাছে পৌঁছেছি, আশা করছি ঠাঁই পাব।’
ভুবনের নতুন পথচলাকে প্রশংসা করছেন নেটিজেনদের একাংশ, আবার কেউ কেউ সমলোচনাতেও মুখর। তারা বলছেন, ভাইরাল হওয়াটাই গায়ক হওয়ার মাপকাঠি নয়।