জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২২ ফেব্রুয়ারি থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস শুরুর ঘোষণা দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার রাতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাসসহ সব ধরনের কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। গ্রন্থাগার খোলা থাকবে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত।
এর আগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে জরুরি সভায় বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয়া হয়।
দেশে করোনা পরিস্থিতির অবনতি হলে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ৭ ফেব্রুয়ারি থেকে সশরীরে ব্যাবহারিক ক্লাস ও পরীক্ষা নেয়ার ঘোষণা দেয়া হয়।