জয়পুরহাটের ক্ষেতলালে মোটরচালিত ভ্যানের ওপর খেলতে গিয়ে ভ্যান উল্টে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরেক শিশু।
ক্ষেতলাল উপজেলার উত্তর হাটশহর গ্রামে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
৮ বছর বয়সী মৃত ছাব্বির সরদার স্থানীয় বড়তারা কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। তার বাড়ি হাটশহর গ্রামে।
স্থানীয়রা জানান, কয়েকজন শিশু রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ভ্যানের ওপর খেলছিল। হঠাৎ ভ্যান উল্টে ছাব্বির ও নিয়ামত গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে নেয়ার পথে ছাব্বিরের মৃত্যু হয়। নিয়ামত জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘আমরা এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’