শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা কর্মসূচিতে পালন করবে আওয়ামী লীগ। একুশে ফেব্রুয়ারি সকালে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন দলটির নেতাকর্মীরা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার দলটির কর্মসূচি গণমাধ্যমকে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একুশে ফেব্রুয়ারি ভোর সাড়ে ৬টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সারাদেশে সংগঠনের সব শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৭টায় কালো ব্যাজ পরে প্রভাতফেরি নিয়ে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হবে।
পরদিন বিকাল সাড়ে ৩টায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওবায়দুল কাদেরের আহ্বানআওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবৃতিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বাস্থ্য বিধি মেনে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।