আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযথ ও সুশৃঙ্খলভাবে পালনের জন্য জনসাধারণ ও সব ধরনের যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ১২টি পয়েন্টে ব্যারিকেড দিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এগুলো হচ্ছে- কাঁটাবন ক্রসিং, শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, টিএসসি ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, রোমানা ক্রসিং, ফুলার রোড ক্রসিং, পলাশী ক্রসিং, বকশীবাজার ক্রসিং, চাঁনখারপুল ক্রসিং।
কেন্দ্রীয় শহীদ মিনারে ঢোকার রাস্তা
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে পলাশী ক্রসিং ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে ঢোকার অনুরোধ করা হয়েছে। এর বাইরে অন্য কোনো রাস্তা ব্যবহার করে শহীদ মিনারে ঢোকা যাবে না।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হওয়ার রাস্তা
শহীদ মিনার থেকে বের হওয়ার ক্ষেত্রে দোয়েল চত্বরের দিকের রাস্তা অথবা রোমানা চত্বরের রাস্তা দিয়ে বের হতে পারবেন। কোনোভাবেই ঢোকার রাস্তা দিয়ে বের হওয়া যাবে না।
পার্কিং
ভিভিআইপি, ভিআইপি ও বিদেশি কূটনীতিকদের গাড়ি পার্কিংয়ের জন্য ঢাবির খেলার মাঠ (জিমনেশিয়াম), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনেক্স ভবন মাঠ এবং সর্বসাধারণের জন্য নীলক্ষেত, পলাশী ও ঢাকেশ্বরী সড়ক নির্ধারণ করা হয়েছে।