বাগেরহাটের শরণখোলায় অর্ধনির্মিত পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে।
শরণখোলা উপজেলার মালিয়া রাজাপুর গ্রামে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
৮ বছর বয়সী মৃত লিজা আক্তারের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমুরবুনিয়া গ্রামে। সে তার দাদির সঙ্গে দাদির বোনের বাড়ি বেড়াতে এসেছিল।
শিশুটির দাদির বোনের স্বামী দেলোয়ার হাওলাদার নিউজবাংলাকে জানান, লিজা বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলতে খেলতে সে তাদের অর্ধনির্মিত পরিত্যক্ত ভবনের দেয়াল বেয়ে উঠতে যায়। এ সময় দেয়াল ধসে তার ওপর পড়ে।
লিজাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাদিয়া নওরিন বলেন, ‘শিশুটির মাথায় আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, মরদেহ পুলিশের হেফাজতে আছে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।