বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘মহিষের গুঁতোয়’ লেবু চাষির মৃত্যু

  •    
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২২ ১৬:৫১

ভাতিজা মো. আসিফ বলেন, ‘দুপুরে জ্যৈষ্টপুরা গুচ্ছগ্রাম বাজারে নিজের দোকানের সামনে তিনি দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি পাগলা মহিষ চাচাকে আক্রমণ করে। প্রাণীটির শিং চাচার পেটে ও বুকে ঢুকে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

চট্টগ্রামের বোয়ালখালীতে এক লেবু চাষির মৃত্যু হয়েছে।

স্বজনরা বলছেন, শনিবার বেলা ২টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপের জ্যৈষ্টপুরা গুচ্ছগ্রাম বাজারে মহিষের গুঁতোয় তিনি গুরুতর আহত হন। পরে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

৪৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম মো. আব্দুল গফুর। তিনি বাণিজ্যিকভাবে লেবু চাষ করতেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা আলী আজগর বলেন, ‘বেলা আড়াইটার দিকে গফুর নামের ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে ও পেটে গভীর ক্ষত ছিল।’

নিহতের ভাতিজা মো. আসিফ নিউজবাংলাকে বলেন, ‘দুপুরে জ্যৈষ্টপুরা গুচ্ছগ্রাম বাজারে নিজের দোকানের সামনে তিনি দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি পাগলা মহিষ চাচাকে আক্রমণ করে। প্রাণীটির শিং চাচার পেটে ও বুকে ঢুকে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঘটনার পর মহিষটিকে স্থানীয়রা আটক করেছে বলে জানান তিনি।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘এ রকম কোনো সংবাদ আমরা পাইনি। তবে খোঁজ নিয়ে দেখছি বিষয়টি আসলে কী।’

এ বিভাগের আরো খবর