বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাড়িচাপায় দায়িত্বরত এসআই নিহত

  •    
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৪১

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক বলেন, ‘এ ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, জাহাঙ্গীরকে চাপা দেয়া গাড়িটি লরি বা বাস।’

কুমিল্লায় দায়িত্ব পালনের সময় একটি গাড়ির চাপায় পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দি টোলপ্লাজায় শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার মো. রহমত উল্লাহ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাহাঙ্গীর হোসেন কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি শেরপুর জেলার সদর উপজেলায়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক জানান, রাত্রিকালীন মোবাইল-১-এর ইনচার্জ হিসেবে শুক্রবার রাতে দায়িত্বে ছিল এসআই জাহাঙ্গীরের নেতৃত্বাধীন টহল টিম। দায়িত্ব পালনকালে রাত ১টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি গাড়ি জাহাঙ্গীরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি বলেন, ‘সকাল ৯টায় ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

‘এ ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, জাহাঙ্গীরকে চাপা দেয়া গাড়িটি লরি বা বাস।’

এ বিভাগের আরো খবর