বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পরিত্যক্ত পুকুরপাড়ে মানুষের খুলি-হাড়

  •    
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ১৯:৩৯

জয়দেবপুর থানার পরিদর্শক (অপারেশন) মুন্সি আবু কুদ্দুস জানান, শুক্রবার দুপুরে ওই পুকুরের পাশের মাঠে শিশুরা খেলছিল। খেলতে খেলতে পুকুরপাড়ে গেলে মানুষের খুলি ও হাড় দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে।

গাজীপুর সদর উপজেলায় পরিত্যক্ত পুকুরপাড় থেকে মানুষের খুলি ও হাড় উদ্ধার করেছে পুলিশ। এগুলো পুরুষ নাকি নারীর, তা নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলার বাঘের বাজার এলাকা থেকে শুক্রবার বেলা আড়াইটার দিকে এগুলো উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার পরিদর্শক (অপারেশন) মুন্সি আবু কুদ্দুস নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, শুক্রবার দুপুরে ওই পুকুরের পাশের মাঠে শিশুরা খেলছিল। খেলতে খেলতে পুকুরপাড়ে গেলে মানুষের খুলি ও হাড় দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ গিয়ে এগুলো উদ্ধার করে।

কুদ্দুস বলেন, ‘খুলি ও হাড় পুরুষ নাকি নারীর, তা নিশ্চিত হওয়া যায়নি। ডিএনএ টেস্টের জন্য এগুলো শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মামলাসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর