রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক আ. মালেক শুক্রবার আসামি গোলাম পরওয়ারকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৪ ফেব্রুয়ারি গোলাম পরওয়ারকে তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।
অভিযোগ রয়েছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে দেশি-বিদেশি সরকার ও রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচি বানচাল করা ও ঢাকাসহ সারা দেশে তাণ্ডব চালিয়ে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা ও ষড়যন্ত্র করা হয়। এরই ধারাবাহিকতায় গত বছরের ২৬ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুসল্লিদের ওপর হামলাসহ নাশকতার অভিযোগে পল্টন থানার পুলিশ কর্মকর্তা খন্দকার আরিফ-উজ-জামান মামলাটি করেন।
মামলায় বলা হয়, গত বছরের ২৬ মার্চ বিকেলে মাওলানা মামুনুল হক বায়তুল মোকাররম মসজিদের ভেতরে অজ্ঞাতনামা জামায়াত-শিবির, বিএনপি, জঙ্গি, মৌলবাদী নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে দেশব্যাপী গুজব ছড়ানোর মাধ্যমে সরকার পতনের লক্ষ্যে হামলার পরিকল্পনা করে। এর অংশ হিসেবে মামুনুল হকের নির্দেশনায় আসামিরা ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের হাটহাজারীসহ সারা দেশে বঙ্গবন্ধুকে অবমাননা করে সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, মসজিদ ভাংচুর করে অবৈধ পথে সরকার উৎখাতের হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে মর্মে প্রতীয়মান হয়।
গত বছরের ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গোলাম পরওয়ারকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।