মাদারীপুরে সদর উপজেলায় মাহিন্দ্রা উল্টে চালক নিহত হয়েছেন।
ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার মস্তফাপুর টেক্সটাইল মিলের সামনে শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২৬ বছর বয়সী নিহত আবু সাঈদ হাওলাদারের বাড়ি রাজৈর উপজেলায়।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, আবু সাঈদ মাহিন্দ্রা নিয়ে মস্তফাপুর থেকে রাজৈরের দিকে যাচ্ছিলেন। মস্তফাপুর টেক্সটাইল মিলের সামনের এবড়োথেবড়ো রাস্তায় মাহিন্দ্রাটি উল্টে যায়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাহিন্দ্রাটি থানায় নিয়েছে পুলিশ।