স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য খলিলুর রহমান জানান, রেজাউল গোড়া কাটার পর গাছটি তার ওপর এসে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গাছের চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
উপজেলার জামালপুর ইউনিয়নের সর্পবেতাঙ্গা গ্রামে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত রেজাউল ইসলামের বাড়ি ওই উপজেলার বহরপুর ইউনিয়নের পারগুর গ্রামে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য খলিলুর রহমান নিউজবাংলাকে জানান, রেজাউল গোড়া কাটার পর গাছটি তার ওপর এসে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমন কুমার সরকার জানান, হাসপাতালে আনার আগেই রেজাউলের মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।