বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘জমির বিরোধে’ সংঘর্ষে বৃদ্ধ নিহত

  •    
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৫২

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে এই সংঘর্ষ হয়।

মেহেরপুরে গাংনীতে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন।

উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মাঠে শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

নিহত ৬০ বছর বয়সী সাদেক আলীর বাড়ি গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে।

আহতরা হলেন একই গ্রামের ইবদার আলী, বাদল হোসেন, তৌহিদ ইসলাম, ইশারুল ও রিমু হোসেন। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

স্থানীয় ইউপি সদস‍্য আইজ উদ্দীন নিউজবাংলাকে জানান, সরকারি খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে খাইরুল গ্রুপ ও সাদেক আলী গ্রুপের মধ‍্যে বিরোধ চলে আসছিল। সাদেক আলী গ্রুপ তাদের দখলকৃত জমিতে ধান রোপন করলে খাইরুল গ্রুপ সেই জমিতে এসে মই দিয়ে ধান নষ্ট করে দেয়। এতে দুইপক্ষের সংর্ঘষের ঘটনা ঘটে। সংর্ঘষের সময় প্রতিপক্ষের হামলায় সাদেকের মৃত্যু হয়।

নিহতের বড় ভাই আব্দুর রাজ্জাক বলেন, ‘আমার ছোট ভাই সাদেক তার জমিতে ধান রোপন করে। সেই জমিতে খাইরুল গ্রুপের লোকজন এসে মই দিতে গেলে আমার ভাই তাদের বাধা দেয়। পরে তাকে পিটিয়ে হত‍্যা করে প্রতিপক্ষরা।’

ওসি আব্দুর রাজ্জাক নিউজবাংলাকে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন‍্য মেহেরপুর জেলার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন মামলা করা হয়নি। তবে প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান হামলায় ব‍্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের আরো খবর