রাজধানীর লালবাগে গলয় ফাঁস দেয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আশিষ দাস। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।
ময়নাতদন্তের জন্য তার মরদেহ বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুই ভাইয়ের মধ্যে আশিষ সবার ছোট। তিনি একটি ব্যাংকের অফিস সহকারী ছিলেন।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে লালবাগের নগর বেলতলি লেন ২৪ নম্বর নিজ বাসা থেকে আশিষের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাত ১০টায় ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।’
এসআই বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা যায়, ওই যুবক অজ্ঞাত কোনো কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’
আশিষের ভগ্নিপতি দীপক কুমার দাস জানান, ‘সন্ধ্যায় সবার অগোচরে রুমের দরজা বন্ধ করে কাঠের সিলিংয়ের সঙ্গে গলায় শাড়ি প্যাঁচিয়ে ফাঁস দেন। পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
কেন ফাঁস দিয়েছেন তা জানাতে পারেননি নিহতের স্বজনরা।