বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রযুক্তি উদ্যোক্তা লুনা সামসুদ্দোহাকে স্মরণ

  •    
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২২ ২১:২১

বৃহস্পতিবার লুনা সামসুদ্দোহার স্মরণে দোহাটেকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন স্মরণসভার আয়োজন করে। লুনা সামসুদ্দোহার সবচেয়ে বড় পরিচয় তিনি তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা। দেশের নারীদের তথ্যপ্রযুক্তিতে নিয়ে আসতে নব্বইয়ের দশক থেকে কাজ করছিলেন তিনি।

দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান, বেসিসের পরিচালক, বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির (বিডব্লিউআইটি) প্রতিষ্ঠাতা সভাপতি ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুনা সামসুদ্দোহার আজ প্রথম মৃত্যুবার্ষিকী।

বৃহস্পতিবার তার স্মরণে দোহাটেকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন স্মরণসভার আয়োজন করে।

লুনা সামসুদ্দোহার সবচেয়ে বড় পরিচয় তিনি তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা। দেশের নারীদের তথ্যপ্রযুক্তিতে নিয়ে আসতে নব্বইয়ের দশক থেকে কাজ করছিলেন তিনি।

গত বছর এই দিনে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান লুনা। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মধ্যে প্রথম নারী চেয়ারম্যান হয়েছিলেন এই নারী। মৃত্যুর আগ পর্যন্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তিনি।

দেশের নারীদের প্রযুক্তি খাতে এগিয়ে নিতে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি); যার প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন লুনা।

অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড, নারী উদ্যোক্তা হিসেবে সফটওয়্যার তৈরির জন্য পেয়েছেন অনন্যা টপ টেন সম্মাননা।

১৯৯২ সালে প্রতিষ্ঠা করেন দোহাটেক নিউ মিডিয়া। প্রতিষ্ঠানটি ২০০৭-০৮ সালে দেশের জাতীয় পরিচয়পত্র তৈরি, সরকারের ই-গভর্ন্যান্স, ইজিপি সিস্টেম তৈরিতে কাজ করেছে।

এ ছাড়া তার গড়া প্রতিষ্ঠান বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশের সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, করপোরেশনে সফটওয়্যার সলুশন দিয়ে আসছে।

প্রতিষ্ঠানটির অন্যতম গ্রাহকদের মধ্যে রয়েছে বাংলাদেশ সরকার, বাংলাদেশ সেনাবাহিনী, বিশ্বব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্র পোস্টাল সার্ভিস ইত্যাদি।

লুনা সামসুদ্দোহা ১৯৫৪ সালের ৪ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম লুতফার রহমান এবং মায়ের নাম হাসিনা রহমান। লুনা সামসুদ্দোহার স্বামী এ কে এম সামসুদ্দোহা একজন ব্যবসায়ী। তাদের একমাত্র সন্তান রিম সামসুদ্দোহা বেক্সিমকো লিমিটেড এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক।

১৯৮৫ সালে দি এক্সিকিউটিভ সেন্টারের ব্যবস্থাপনা সহযোগী হিসেবে কর্মজীবন শুরু করেন লুনা সামসুদ্দোহা।

পরবর্তী সময়ে তিনি ব্রিটিশ কাউন্সিলে ইংরেজি ভাষা শিক্ষক হিসেবে কাজ শুরু করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ইংরেজি ভাষার শিক্ষক হিসেবে যোগ দেন।

তিনি ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ থেকে এসএসসি এবং হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও ১৯৭৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

লুনা সামসুদ্দোহা ২০১৩ সালে প্রযুক্তি খাতে নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং নারীর ক্ষমতায়ন বাড়ানোয় অবদান রাখায় গ্লোবাল উইমেন ইনোভেটরস অ্যান্ড ইনোভেটরস নেটওয়ার্ক (গুইন) সম্মাননা পান।

এ বিভাগের আরো খবর