মালদ্বীপ সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ পৃথক বৈঠক করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি এবং চিফ অফ ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের সঙ্গে।
মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের সদর দপ্তরে বুধবার এ বৈঠক হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরের শেষ দিনে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের সদর দপ্তরে পৌঁছালে গার্ড অফ অনার দেয়া হয় সেনাপ্রধানকে। এ সময় মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী এবং চিফ অফ ডিফেন্স ফোর্সসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সেনা সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। পরে চিফ অফ ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়াতে আলোচনা করেন সেনাপ্রধান।
চিফ অফ ডিফেন্স ফোর্স এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভাতেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সেনাপ্রধান।
এ ছাড়া মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের উপস্থিত সব কর্মকর্তা এবং জেসিওদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি।
জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সম্মানে নৈশভোজের আয়োজন করে মালদ্বীপের চিফ অফ ডিফেন্স ফোর্স। প্রতিনিধি দল নিয়ে নৈশভোজে যোগ দেন সেনাপ্রধান।
মালদ্বীপে সেনাপ্রধানের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে বিজ্ঞপ্তিতে বলা হয়।