সৌর ব্যতিচার বা সান আউটেজের কারণে আগামী মাসে আট দিন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সম্প্রচারকাজে সাময়িক অসুবিধা তৈরি হতে পারে।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) জানিয়েছে, ৭ থেকে ১৪ মার্চ পর্যন্ত গ্রাহকরা এই অসুবিধায় পড়তে পারেন।
বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা জানিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়েছে, ৭ মার্চ সকাল ৯টা ৫৪ মিনিট থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ৭ মিনিট সম্প্রচারকাজে বিঘ্ন ঘটতে পারে।
৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত ১০ মিনিট সম্প্রচারকাজে বিঘ্ন ঘটতে পারে।
৯ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত ১২ মিনিট সম্প্রচারকাজে বিঘ্ন ঘটতে পারে।
১০ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত ১৩ মিনিট সম্প্রচারকাজে বিঘ্ন ঘটতে পারে।
১১ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত ১৩ মিনিট সম্প্রচারকাজে বিঘ্ন ঘটতে পারে।
১২ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত ১২ মিনিট সম্প্রচারকাজে বিঘ্ন ঘটতে পারে।
১৩ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ১০ মিনিট সম্প্রচারকাজে বিঘ্ন ঘটতে পারে।
১৪ মার্চ সকাল ৯টা ৫৩ মিনিট থেকে ৯টা ৫৮ মিনিট পর্যন্ত ৫ মিনিট সম্প্রচারকাজে বিঘ্ন ঘটতে পারে।
পদার্থবিজ্ঞানে ব্যতিচার বলতে দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে তৈরি নতুন তরঙ্গের বিস্তারের পর্যায়ক্রমিক হ্রাস-বৃদ্ধিকে বোঝানো হয়।
আলো, শব্দ, বেতার তরঙ্গ কিংবা পানির উপরিতলসহ যেকোনো তরঙ্গে ঘটতে পারে ব্যতিচার। সৌর ব্যতিচারের সময় টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার বিঘ্নিত হয়।
প্রাকৃতিক কারণে সৃষ্ট এই সাময়িক বিঘ্নের জন্য আগেভাগেই দুঃখ প্রকাশ করেছে বিএসসিএল।