রাজধানীর আব্দুল গনি রোডে শিক্ষা ভবনের সামনে এক দুর্ঘটনায় মারা গেছেন খাদেমুল ইসলাম সবুজ নামের ব্যবসায়ী।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সবুজ মোটরসাইকেল চালিয়ে মিরপুরের বাসায় ফিরছিলেন বলে স্বজনরা জানান। পথিমধ্যে মিক্সার মেশিনের ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকসহ চালককে পুলিশ আটক করেছে।
নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং থানার দোহরি গ্রামে। সবুজ মিরপুরে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্সের ব্যবসা করতেন।
রাতে মোটরবাইক নিয়ে বাসায় ফেরার সময় সবুজ দুর্ঘটনায় আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন মুন্সি বলেন, ‘আমরা দুর্ঘটনার খবর পেয়ে শিক্ষা ভবনের উত্তর পাশ থেকে রক্তাক্ত অবস্থায় একজনকে উদ্ধার করি। পরে হাসপাতালে তিনি মারা যান। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে।’