বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নানাবাড়ির পুকুরে ১ মাসের শিশুর মরদেহ

  •    
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২২ ২৩:১৯

খাঞ্জাপুর ইউনিয়ন প‌রিষ‌দ সদস্য নূর আলম সের‌নিয়াবাত ব‌লেন, ‘আমি শুন‌ে‌ছি বিষয়‌টি। ত‌বে বিস্তা‌রিত জা‌নি না। শু‌নে যে ধারণা পে‌য়ে‌ছি তা‌তে হত্যাই ম‌নে হ‌চ্ছে।’

বরিশালের গৌরনদীতে পুকুর থেকে ৪৫ দিন বয়সী মেয়েশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা উমেদআলী গ্রামে বুধবার বিকালে এ ঘটনা ঘটেছে।

মৃত শিশুর নাম রুকাইয়া। সে কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেন মেলকার ও সীমা বেগম লিপি দম্পতির মেয়ে।

গৌরনদী মডেল থানার এসআই হারুন অর রশিদ জানান, শিশুসন্তানকে নিয়ে লিপি বুধবার সকালে বাবার বাড়ি বেড়াতে যান। বিকেল সাড়ে ৩টার দিকে ঘর থেকে নিখোঁজ হয় শিশুটি। খোঁজাখুজি করতে গিয়ে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্বজনরা।

খাঞ্জাপুর ইউনিয়ন প‌রিষ‌দ সদস্য নূর আলম সের‌নিয়াবাত ব‌লেন, ‘আমি শুন‌ে‌ছি বিষয়‌টি। ত‌বে বিস্তা‌রিত জা‌নি না। শু‌নে যে ধারণা পে‌য়ে‌ছি তা‌তে হত‌্যাই ম‌নে হ‌চ্ছে।’

এসআই জানান, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের আরো খবর