বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শাবি উপাচার্যকে ‘স্বভাবসুলভ মিথ্যা’ না বলার আহ্বান শিক্ষার্থীদের

  •    
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২২ ২২:২৫

উপাচার্যের বক্তব্যের প্রতিক্রিয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা এক বিবৃতিতে বলেছেন, ‘কিছুদিন আগে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষিত উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ যদি ভেবে থাকেন যে তিনি যা ইচ্ছা তাই বলতে পারবেন তবে বিরাট ভুল করছেন।’

‘অবশ্যম্ভাবী পদচ্যুতির’ আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে ‘যত্রতত্র স্বভাবসুলভ মিথ্যা’ না বলার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শাবি শিক্ষার্থীরা। টানা ২৭ দিন আন্দোলনের পর শিক্ষামন্ত্রীর আশ্বাসে শনিবার কর্মসূচি স্থগিত করেন তারা। তবে এখনও স্বপদে বহাল আছেন উপাচার্য।

এরই মাঝে গত সোমবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমি অন্যায়ের কাছে মাথানত করব না।

‘অন্যায় আবদার করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাথানত করবে না। একজনও যদি ন্যায্য কথা বলে তাহলে আমরা গুরুত্ব দিয়ে তা সমাধানের ব্যবস্থা করব। আমরা ন্যায় এবং সত্যের পথে থাকব। আপনারা দেখতে পেয়েছেন যে সত্য ও ন্যায় আজ জয়ী হয়েছে, টিকে আছে। মিথ্যা আজকে পরাভূত হয়েছে।’

উপাচার্যের বক্তব্যের প্রতিক্রিয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘কিছুদিন আগে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষিত উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ যদি ভেবে থাকেন যে তিনি যা ইচ্ছা তাই বলতে পারবেন তবে বিরাট ভুল করছেন।

‘সব দাবির ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার সুস্পষ্ট আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছে। সব বাধা-বিপত্তি, ভয় উপেক্ষা করে শাবি শিক্ষার্থীরা প্রায় মাসব্যাপী অন্যায়ের বিরুদ্ধে যে অভূতপূর্ব আন্দোলন চালিয়েছে তার যৌক্তিকতা, ন্যায্যতা ও নৈতিক ভিত্তি কিছু দালাল ও চাটুকার ছাড়া সারা দেশে সর্বজনস্বীকৃত।’

ফরিদ উদ্দিন আহমেদকে উদ্দেশ করে বিবৃতিতে বলা হয়. ‘আপনি মিথ্যাচারের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। আপনার তো পদত্যাগ করার সৎসাহসও নেই। তাই এখন অবশ্যম্ভাবী পদচ্যুতির আগে যত্রতত্র স্বভাবসুলভ মিথ্যার পসরা সাজিয়ে বসবেন না।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘১৬ জানুয়ারি পুলিশি হামলার ১ মাস পূর্তিতে শাবি শিক্ষার্থীরা মহামান্য আচার্যকে অবিলম্বে ফরিদ উদ্দিন আহমেদের অপসারণ নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে ফরিদ উদ্দিন আহমেদের নির্লজ্জ মিথ্যাচার ও মনগড়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছে।

‘লাঠি, বুলেট, বোমার সব আঘাত, জখম, ঝরে পড়া রক্ত আমাদের মনে অক্ষয় শক্তির যোগান দিয়ে অঙ্গার হয়ে জ্বলছে। ফরিদদের পতন না হলে এই অঙ্গার অপ্রতিরোধ্য দাবানলে পরিণত হবে।’

এ বিভাগের আরো খবর