বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঘোষিত ‘দাম কমাও, জান বাঁচাও’ দিবসে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগ দাবি করেছেন দলটির নেতারা।
সিপিবি ঢাকা দক্ষিণ কমিটি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এমন দাবি তোলেন বক্তারা।
সমাবেশে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে দলটির ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘চলমান লুটপাটতন্ত্র ও দুঃশাসনের অবসান ঘটানোর লড়াইয়ে দেশের মানুষকে শামিল হতে হবে।’
বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর পল্টন মোড়ে সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সভাপতি শামসুজ্জামান হীরার সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার, সিপিবি নেতা ত্রিদিব সাহা, শংকর আচার্য, গোলাম রাব্বী খানসহ অনেকে।
তিনি বলেন, “গণবিরোধী সরকার আর অবৈধ সিন্ডিকেটের যোগসাজশে ভোক্তা জনগণের পকেট কাটা হচ্ছে। লুটপাটের ধাক্কায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে। ‘বিনা ভোটের সরকার’ দেশের মানুষকে আজ ভাতে মারতে চলেছে।’’
সমাবেশে মোহাম্মদ শাহ আলম বলেন, ‘গণবিরোধী সরকার লুটেরা, মুনাফাখোর, মজুতদারদের ‘পাহারাদার’ হিসেবে ব্যবসায়ী-সিন্ডিকেটকে রক্ষা করে চলেছে। সাধারণ মানুষের প্রতি সরকারের কোনো দায় নেই। একদিকে ভোক্তাদের পকেট কাটা হচ্ছে, অন্যদিকে উৎপাদক কৃষক প্রতারিত হচ্ছেন।’
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।
সমাবেশে নেতারা জানান, মুক্তিযুদ্ধের দর্শনের বদলে সরকার এখন মুক্তবাজার দর্শনের ভিত্তিতে দেশ পরিচালনা করছে। সরকারের বাজার তদারকি ও নিয়ন্ত্রণের অভাবে ব্যবসায়ী-সিন্ডিকেট দাম বাড়িয়েই চলেছে। করোনার আঘাতে মানুষ যখন বিপর্যস্ত, তখন ‘দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া’র ধাক্কায় মানুষের দৈনন্দিন জীবন চরম হুমকির মধ্যে পড়েছে। এর মধ্যেই ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে সরকার আবারও গ্যাসের দাম বাড়িয়েছে।
সমাবেশ থেকে গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু, গণবণ্টন ব্যবস্থা চালু, টিসিবির কার্যক্রম জোরদার করা, ন্যায্যমূল্যের দোকান চালু, ‘বাফার স্টক’ গড়ে তোলা, অবৈধ ব্যবসায়ী-সিন্ডিকেট ভেঙে দেয়া, লুটেরা-মজুতদার-মুনাফাখোর-মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।
সমাবেশের আগে ‘দাম কমাও, জান বাঁচাও’ স্লোগানে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকার বিভিন্ন সড়ক ঘোরে।