বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম যুবদলের সভাপতি সাইফুল আলম নিরবসহ ১৮ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস. এম. মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
সাইফুল আলম নিরব ছাড়াও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে চার সপ্তাহের আগাম জামিন দেয় আদালত।
আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, তাকে সহায়তা করেন আইনজীবী নুরে আলম সিদ্দিকী (সোহাগ), আইনজীবী মোহাম্মদ রোকনুজামান (সুজা), আইনজীবী মো. আল আমিন, আইনজীবী মো. এরশাদ হোসেন রাশেদ।
আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের করা মামলায় বিএনপি, যুবদল, ছাত্রদলের ১৮ নেতাকর্মীকে আগামী ১৬ মার্চ পর্যন্ত আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। এরপর ঢাকা মহানগর দায়রা আদালতে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। পাঁচটি আলাদা আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দিয়েছে।’
মামলা থেকে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সঙ্গে নেতা বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ঢাকা মহনগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ ৩০ নেতাকর্মীকে আটক করে। পরদিন ৭ ফেব্রুয়ারি পল্টন মডেল থানায় পুলিশ বিএনপির ৬১ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ কয়েকশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।
এসব মামলায় আজ তারা জামিন আবেদন করেন। পরে আদালত শুনানি নিয়ে তাদের জামিন দেয়।